খাবার থেকেই মস্তিষ্কে ফিতাকৃমির লার্ভা! শিশুদের কী ভাবে রক্ষা করবেন এই ঝুঁকি থেকে
কী ভাবে এই রোগ হয়? brain worms causing seizures
সব্জি বাজার থেকে কিনে আনার পর ভাল ভাবে না ধুলে, বা না সেদ্ধ করলে, সব্জির গায়ে মাটি থেকে যায়। আর সেই মাটিতেই থাকতে পারে বিশেষ এক প্রকার কৃমির (টিনিয়া সোলিয়াম) ডিম। লেটুস, বাঁধাকপির মতো সব্জিতে এই ঝুঁকি সবচেয়ে বেশি। কারণ এগুলিতে একাধিক পরত থাকে। সেগুলির মধ্যে লুকিয়ে থাকতে পারে কৃমির ডিম। চিকিৎসক বলছেন, ‘‘ওই কৃমির ডিমগুলি আমাদের শরীরের অ্যাসিডের সংস্পর্শে এসেও মরে না। এক মাত্র ভাল ভাবে সেদ্ধ করলে বা ফুটিয়ে নিলে সেগুলি মরে যায়। কিন্তু অনেক সময়ে সেটি না ঠিক ভাবে না করলে এই ডিমগুলি শরীরে প্রবেশ করে। আর অন্ত্র থেকে রক্তপ্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায় ডিমগুলি। মস্তিষ্ক বুঝতে পারে, শরীরে ভিন্দেশি কোনও বস্তু প্রবেশ করেছে। তার ফলেই মস্তিষ্কে প্রতিক্রিয়া দেখা যায়। কৃমির ডিম বা কণাকে ধারণ করার জন্য তার চারপাশে একটি স্ফীতি তৈরি হয়। এই স্ফীতিই খিঁচুনি বা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আমার কাছে যত শিশুকে খিঁচুনির সমস্যা নিয়ে আসা হয়, তাদের মধ্যে একাধিক ক্ষেত্রে রোগের কারণ এটিই।’’ আর তাই সব্জি খুব ভাল করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক।

Post a Comment